কনক বড়ুয়া, উখিয়া:
কক্সবাজারের উখিয়ায় ২ লাখ পিছ ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর বিশেষ টহলদল। যার মূল্য ছয় কোটি টাকা। এসময় কাউকে আটক করা হয়নি।

শনিবার (১৫ জানুয়ারী) আনুমানিক রাত ১ টা ৩০ মিনিটের দিকে পালংখালীর বালুখালীতে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মায়ানমার হতে বাংলাদেশে ইয়াবা পাচারের খবর পেয়ে বালুখালী কাটাপাহাড় নামক স্থানে অভিযান চালায় ব্যাটালিয়ন সদর কক্সবাজারের একটি চৌকস আভিযানিক টহল দল। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা বিজিবি সদস্যদের উপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে বিজিবিরা বিশ রাউন্ড পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা বস্তা মাটিতে ফেলে দ্রুত নাফ নদী পার হয়ে গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে উক্ত স্থান থেকে দুই লাখ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।

কক্সবাজার ব্যাটলিয়ন(৩৪ বিজিবি) অধিনায়ক মোঃ মেহেদি হোসাইন কবির সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।