শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণ করলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এবং কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.ফরিদুল ইসলাম চৌধুরী।
ডোজ গ্রহণের শেষে, সম্মুখসারির ব্যক্তি হিসেবে চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং বয়স্কদের করোনা টিকার বুস্টার ডোজ গ্রহণের আহ্বান জানান তিনি।
রবিবার ( ১৬ জানুয়ারি) দুপুর ১টায় কুতুবদিয়া হাসপাতাল টিকাদান কেন্দ্রে করোনা টিকার বুস্টার ডোজ (ফাইজার) গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী, জেলা যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম আরফাত,কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসরিফ ইসলাম পিউলি, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত, পরিবেশ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।