শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. ফরিদুল ইসলাম চৌধুরী।
এসময় তিনি বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য সেবাসহ সকল ক্ষেত্রে আন্তরিক। কোন রোগী স্বাস্থ্য সেবা নিতে এসে যেন ফিরে না যায়, সেদিকে সকল ডাক্তার, নার্সসহ সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্ববান এবং টিকাদানে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় সবাইকে ধন্যবাদ জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুরের জামান চৌধুরী,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর,থানার পরিদর্শক (এসআই) রায়হান উদ্দীন,বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম,উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম,কৃষক লীগের সাধারণ সম্পাদক কাইছার সিকদার প্রমূখ।