মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা পরিষদের সাবেক সচিব, পরবর্তীতে বিএসটিআই এর সাবেক মহাপরিচালক সাইফুল হাসিব আর নেই। মঙ্গলবার ১৮ জানুয়ারি দুপুর ১২ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
সরকারের অতিরিক্ত সচিব (গ্রেড-১) সাইফুল হাসিব বিসিএস (প্রশাসন) ১৯৮২ নিয়মিত ব্যাচের একজন মেধাবী, দূরদর্শী ও চৌকস কর্মকর্তা ছিলেন।
কক্সবাজার জেলা পরিষদের শোক :
কক্সবাজার জেলা পরিষদের সাবেক সচিব, পরবর্তীতে বিএসটিআই এর সাবেক মহাপরিচালক, সরকারের অতিরিক্ত সচিব সাইফুল হাসিব এর মৃত্যুতে কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা হিল্লোল দাশ সহ পরিষদের সকল সদস্য, কর্মকর্তা-কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন। কক্সবাজার জেলা পরিষদের পক্ষে ভারপ্রাপ্ত হিসাবরক্ষক মোহাম্মদ আমান উল্লাহ প্রেরিত এক শোকবার্তায় মরহুম সাইফুল হাসিব-কে একজন দক্ষ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসাবে উল্লেখ করে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।