সংবাদ বিজ্ঞপ্তি :
পর্যটন নগরী কক্সবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে তৃতীয় প্রজন্মের অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর হাই ডেফিনেশন স্যাটেলাইট চ্যানেল এসএ টিভি’র নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও দশম বর্ষে পদার্পণ উৎসব শেষ হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি আবু তাহের চৌধুরী।
এসএ টিভির রিপোর্টার আহসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।
এসময় কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, সিনিয়র এনটিভির প্রতিনিধি ইকরাম চৌধুরী টিপু, চ্যানেল আইয়ের প্রতিনিধি সরওয়ার আজম, মানিক, ইউএনবির প্রতিনিধি দীপক শর্মা দীপু, নিউ নেশনের প্রতিনিধি মোহাম্মদ জুনাইদ, দৈনিক বাঁকখালীর সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, চ্যানেল ২৪ এর প্রতিনিধি নুপা আলম, একুশে টিভির প্রতিনিধি আবদুল আজিজ, দৈনিক কক্সবাজারের রিপোর্টার মাহবুবুর রহমান, এশিয়ান এইজের প্রতিনিধি চঞ্চল দাশ গুপ্ত, ডিবিসি নিউজের প্রতিনিধি শংকর বড়ুয়া রুমি, একাত্তর টিভির প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু, বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আয়ুবুল ইসলাম, জিটিভির প্রতিনিধি ওমর ফারুক হিরু, বিটিভির চিত্র সাংবাদিক রোতাব চৌধুরী, দেশবিদেশ পত্রিকার সাইফুল ইসলাম, কক্সটিভির রিপোর্টার মিজানুর রহমান, নিউজ বাংলার প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, সি-প্লাস টিভির প্রতিনিধি এহেছান কুতুবী, রাইজিং বিডির প্রতিনিধি তারেকুর রহমান, কোহেলীয়া টিভির বোরহান উদ্দিন রাব্বানীসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়।
প্রসঙ্গত: “সাথে আছি সবসময়, সারা বিশ্বময়” এ শ্লোগানকে ধারণ করে ২০১২ সালের ১৯ জানুয়ারী সম্প্রচারে এসেছিলো এসএ টেলিভিশন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।