কক্সবাজার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ছুরিকাঘাত করে এক যুবককে খুন করা হয়েছে।
বুধবার উখিয়ার জামতলী রোহিঙ্গা ক্যাম্প-১৫ এর এইচ ব্লকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

স্থানীয়দের জানিয়েছেন, মিয়ানমার থাকা অবস্থায় মৌলভী মনির হোসেনের সাথে কেফায়েত উল্লাহ’র পরিবারিক বিরোধ ছিলো। পরে বাংলাদেশে এসেও সেই বিরোধ থেকে যায় এবং তাঁরা পাশাপাশি বসবাস করায় সেই বিরোধ আরো বেড়ে যায়। বুধবার বিকেলে বাড়ির আঙ্গিনায় ঝাড়ুঁ দেওয়াকে কেন্দ্রকে নিহত মৌলভী ইউনুছের সাথে ঝগড়া হয়। পরে রাতে অভিযুক্ত কেফায়েত উল্লাহ তাঁর দলবল নিয়ে গিয়ে মোলভী ইউনুছকে ছুরিকাঘাত করে পালিয়ে যায। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মোঃ ইউনুছ ও ইয়াছিন নামে ২ জনকে আটক করেছে ক্যাম্পে আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা ৮ এপিবিএন পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরান হোসেন। এই ঘটনায় আটকৃৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।