সিবিএন:
পুন: গণনার জন্য টেকনাফের বাহারছড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনের তিন কেন্দ্রের ব্যালেট পেপার আদালতে আনা হয়েছে। নির্বাচনে মাত্র ৫৪ ভোটে পরাজিত নৌকার প্রার্থী দুইবারের চেয়ারম্যান মাওলানা আজিজ উদ্দীনের মামলার প্রেক্ষিতে ব্যালেট পেপারগুলো আদালতে আনা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে টেকনাফ নির্বাচন কার্যালয় থেকে কঠোর পুলিশী পাহারায় ব্যালেট পেপারগুলো কক্সবাজার সিনিয়র সহকারী জজ আদালতের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাদিপক্ষের আইনজীবি আজম মঈন উদ্দীন জানিয়েছেন, গত ২৬ ডিসেম্বর বাহারছড়া ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী আজিজ উদ্দীন মাত্র ৫৪ ভোটে পরাজিত হন এবং চেয়ারম্যান নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেন। তবে ফলাফল ঘোষণার আগেই ভোট গণনা নিয়ে আপত্তি তুলেছিলেন নৌকার প্রার্থী আজিজ উদ্দীন। তিনি সাথে সাথে ভোট পুন: গণনার জন্য রিটার্নিং কর্মকর্তা কাছে আবেদন করেন। কিন্তু তার আবেদন আমলে না নিয়ে তাকে ৫৪ ভোটে পরাজিত দেখিয়ে আমজাদ হোসেনকে বিজয়ী ঘোষণা করা হয়। তাই বাধ্য হয়ে গত ৯ জানুয়ারি কক্সবাজার সিনিয়র সহকারী জজ আদালতের নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন আজিজ উদ্দীন। বাদির অভিযোগ আমলে নিয়ে আদালতের বিচারক সুশান্ত চাকমা ২, ৩ এবং ৮নং ওয়ার্ড কেন্দ্রের ভোট পুন:গণনার আদেশ দেন।
বাহারছড়ার ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান আজিজ উদ্দীন অভিযোগ করে জানান, তিনি বিপুল ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু স্বতন্ত্র প্রার্থী আমজাদ হোসেনের কাছ থেকে টাকা নিয়ে প্রিসাইডিং কর্মকর্তাসহ যোগসাজস করে আজিজ উদ্দীনকে হারিয়ে দেয়া হয়েছে। ভোট পুন:গণনার পর তিনি নির্বাচিত হবে বলে আশার করেন তিনি।
ব্যালেট পেপার আদালতের কাছে হস্তান্তরের জন্য আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছিলো আদালত। তার চারদিন আগেই ব্যালেট পেপার আদালতে হস্তান্তর করা হয়েছে। পুন: গণনার জন্য শিগগিরই দিন ধার্য্য হবে বলে আদালত সূত্রে জানা গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।