মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ৩ দিনের সফরে শুক্রবার ২১ জানুয়ারি সকালে কক্সবাজার আসছেন।
সিনিয়র সচিব কবির বিন আনোয়ার শুক্রবার সকাল ১০ টা ৩৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। একইদিন বিকেল ৩ টায় "কুতুবদিয়া এবং মাতারবাড়ী দ্বীপের সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন এর নিমিত্ত সম্ভাব্যতা সমীক্ষা" প্রকল্প এবং "মহেশখালী উপজেলার মিডি এলাকার পোল্ডার নম্বর ৭০ এর সুপার ডাইক নির্মাণ ও পানি সম্পদ ব্যবস্থাপনার টেকসই উন্নয়ন" শীর্ষক প্রস্তাবিত প্রকল্প পরিদর্শন করবেন।
শনিবার ২২ জানুয়ারি সিনিয়র সচিব কবির বিন আনোয়ার "কক্সবাজার সমুদ্র সৈকত ভাঙ্গন প্রতিরক্ষা এবং টেকসই ও পরিবেশ বান্ধব সৌন্দর্য বর্ধন" শীর্ষক প্রস্তাবিত প্রকল্প পরিদর্শন করবেন। একইদিন রামু'র খুনিয়াপালং পেঁচারদ্বীপে তিনি রাত্রিযাপন করবেন।
পরদিন রোববার ২৩ জানুয়ারি সকাল ৯ টা ২০ মিনিটে সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ৩ দিনের সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে সিনিয়র সচিবের একান্ত সচিব স.ম আজহারুল ইসলাম প্রেরিত এক সফরসূচিতে জানা গেছে।