শেফাইল উদ্দিন:
কথা দিয়ে কথা রেখেছেন কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও থানার অফিসার্স ইনচার্জ আব্দুল হালিম। এক বছর পূর্ণ হলো। গত বছরের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে থানা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। প্রথম ওসির দায়িত্ব নেন আবদুল হালিম। দ্বায়িত্ব নিয়ে তিনি বলছিলেন, থানাকে দালাল মুক্ত করা হবে, জিডি , অভিযোগ, মামলা করতে কোন টাকা দিতে হবে না। মিথ্যা মামলা হবে না। সাধারণ মানুষ সেবা পাবে । জনগনের সেবা করাই আমার কাজ। একটি বছর পার হয়ে গেল । গেল একটি বছরে বিভিন্ন অভিযোগে ৮৬টি মামলা রেকর্ড হলে ও কিন্তু কোন মিথ্যা মামলা ও অভিযোগ হয়নি। জনগনের সেবক হিসেবে কাজ করে যাচ্ছেন অফিসার্স ইনচার্জ আব্দুল হালিম। তবে এবার ঈদগাঁও উপজেলা বাসীর দাবি ঈদগাঁওকে মাদক ও সন্ত্রাস মুক্ত করা । এলাকার লোকজন জানান, পুলিশ বিভিন্ন কারণে মাদকের বিরুদ্ধে অভিযান করছে না। তবে সত্যিকার যারা মাদকের সাথে জড়িত এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ঈদগাঁও কে মাদক মুক্ত করা হোক। সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক। কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হোক। সচেতন মহল মাদক ও সন্ত্রাস মুক্ত একটি সুন্দর ঈদগাঁও চাই।
এ ব্যাপারে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিমের সাথে কথা হলে জানান, কক্সবাজারের মাদকের বিষয়টি অন্য রকম তবে জনগণ এগিয়ে আসলে এটা করা সম্ভব। আমি অবশ্যই মাদক নির্মূলে কাজ করে যাবো। ঈদগাঁও থেকে চলে যেতে হলে ও আমার কোন অসুবিধা নেই। আমি ঈদগাও কে মাদক মুক্ত ও সন্ত্রাস নির্মূলে কাজ করে যাবো।