- মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী
মানবতাবাদী চিকিৎসক, চকরিয়ার ডুলাহাজারার মালুমঘাটস্থ মেমোরিয়াল খৃষ্টান হাসপাতালে এর প্রতিষ্ঠাতা ডা. ভিগো বি. অলসেন আর নেই। গত মঙ্গলবার ১৮ জানুয়ারি আমেরিকায় আলোকিত মানুষ ডা. ভিগো বি. অলসেন ৯৫ বৎসর বয়সে মৃত্যুবরণ করেন। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্ববিখ্যাত শল্যচিকিৎসক, লেখক ডা. ভিগো বি. অলসেন স্বপ্নের দেশ সূদুর আমেরিকা থেকে এ ভূখন্ডে এসে
১৯৬৫-১৯৬৬ সালে আধুনিক চিকিৎসা সেবায় পিছিয়ে থাকা চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাটে "মেমোরিয়াল খ্রিস্টান হসপিটাল" সংক্ষেপে MCH প্রতিষ্ঠা করেছিলেন। ওই সময়ে মালুমঘাট ছিলো গভীর বনাঞ্চল। যেখানে বাঘ, ভাল্লুক, রামকুকুর, গোখরো সাপসহ হিংস্র প্রাণি বসবাস করতো। যোগাযোগ ব্যবস্থাও তেমন ভালো ছিলোনা। এমন প্রতিকূল পরিবেশে অদম্য প্রাণশক্তি সম্পন্ন, মানবিক চিকিৎসক ডা. ভিগো বি. অলসেন দিনরাত অক্লান্ত পরিশ্রম করে হাসপাতালটি স্থাপন করেছিলেন। মানুষকে আপন করে নেওয়ার মোহনীয় শক্তি ছিল তাঁর। গণমানুষকে ভালোবেসে চিকিৎসা সেবা দিয়ে যিনি তৃপ্তি পেতেন।
এ হাসপাতালকে গড়ে তুলতে গিয়ে পরিশ্রমী ও মেধাবী ডা. ভিগো বি. অলসেন তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্বর্ণালী সময়টুকু কাটিয়ে দিয়েছেন।
খৃষ্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে এ হাসাপাতালটি আমেরিকার খৃষ্টান ধর্ম প্রচারে আন্তজার্তিকভাবে কাজ করা কিছু প্রতিষ্ঠানের আর্থিক সহায়তায় গড়ে তোলা হয়েছিল। এ হাসপাতালের প্রাণপুরুষ ছিলেন ডা. ভিগো বি. অলসেন। হাসপাতালের প্রতিটি রোগীর প্রতি ছিলো তাঁর অমায়িক ব্যবহার এবং সুস্থ করে তোলার প্রানান্তকর চেষ্টা। নিরন্তর প্রচেষ্টা ও আন্তরিকতা মানুষ তাঁকে হৃদয়ের মনিকোঠায় স্থান দিতো। রোগিরা ডা.ভিগো বি. অলসেনকে মহা মনীষীর মতো শ্রদ্ধা করতো। ডা.ভিগো বি. অলসেন এর চিকিৎসা সেবা পাওয়াকে রোগীরা পরম সৌভাগ্য মনে করতো। তাঁর প্রতিষ্ঠিত হাসপাতালটি স্বমহিমায় এতদ্বঞ্চলের সাধারণ মানুষকে এখনো চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে নিরন্তর।
ডা. ভিগো বি. অলসেন হাসপাতালের প্রধান নির্বাহী হয়েও হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের প্রতি তাঁর দরদ, ভালোবাসা, বন্ধুসূলভ আচরণ একজন সত্যিকারের একজন অভিভাবকের মতো ছিলো। এলাকার মানুষের প্রতি ছিলো তাঁর গভীর ভালোবাসা। এলাকার মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় পাশে থেকেছেন। ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যদের সাহসিকতার সাথে চিকিৎসাসেবা দিয়েছেন।
ডা.ভিগো বি. অলসেন একাধিক বই লিখেছেন। তারমধ্যে "Daktar Diplomat in Bangladesh" বইটি খূবই উল্লেখযোগ্য ও বিখ্যাত।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ডা.ভিগো বি.অলসেন এর মৃত্যুর খবরে মালুমঘাট মেমোরিয়াল খৃষ্টান হাসপাতাল সহ সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সেবা ও মমতা পাওয়া মানুষ তাঁকে স্মরণ করছে বিভিন্নভাবে।
স্যালুট! মানবতার ফেরিওয়ালা ডা. ভিগো বি. অলসেন। যেখানেই থাকুন, ভলো থাকুন।