দেলওয়ার হোসাইন ,পেকুয়া: কক্সবাজার পেকুয়া সদর ইউনিয়নের চেয়ারম্যান এম বাহাদুর শাহ'সহ ইউপি সদস্যদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্য ও সদস্যাগণ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাহাদুর শাহ বলেন, শনিবার সকালে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ইউপি সদস্য শাহ নেওয়াজ আজাদ ও মোঃ ফোরকান প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে চার ভোটের ব্যাবধানে শাহ নেওয়াজ আজাদ প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনী ফলাফলকে প্রত্যাখান ফোরকান ইউপি সদস্যদের সাথে ভাগবিতন্ডায় জড়িয়ে পড়ে।
এসময় ফোরকান, তাঁর ভাইসহ কিছু বহিরাগত লোক এ হামলা চালায়। তিনি এ ঘটনায় জড়িত ফোরকানসহ অন্যান্য আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সদ্য নির্বাচিত প্যানের চেয়ারম্যান এম শাহ নেওয়াজ আল আজাদ, প্যানেল চেয়ারম্যান ২ সাজ্জাদ হোসেন, দিদারুল ইসলাম এমইউপি, সাহেদুল ইসলাম এমইউপি, মোঃ মানিক এমইউপি, নুরুল আজিম এমইউপি, সহ মহিলা সদস্যাগন সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।