প্রেস বিজ্ঞপ্তি:
জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার সদর উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আহবায়ক মোঃ আবদুল্লাহ এর সভাপতিত্বে ও সদর উপজেলা শ্রমিকলীগ নেতা বিকাশ চন্দ্র দে সঞ্চালনায় উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালু।
বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক শফিউল্লাহ আনসারী ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল আজিম যুগ্ম সাধারণ সম্পাদক জিন্নাত আলী ছৈয়দ রাশেদুল হক সোহেল, মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক আবু তাহের রানা, ক্রীড়া সম্পাদক সিরাজুল করিম, মোজাম্মেল হক বকুল, প্রচার সম্পাদক নেজাম উদ্দিন শাওন, দপ্তর সম্পাদক এম ওসমান গনি, সদস্য গিয়াস উদ্দিন।
বর্ধিত সভায় বক্তারা বলেন, অবিলম্বে জহিরুল ইসলাম সিকদার এর খুনিদের আইনের আওতায় এনে দ্রুত সময়ে মধ্যে শাস্তি নিশ্চিত করার দাবী জানান।
বক্তারা আরো বলেন, জাতীয় শ্রমিক লীগের গঠনতন্ত্র মোতাবেক চলবে অগণতান্ত্রিক কোন কিছুই শ্রমজীবী মানুষ কোন দিনও মেনে নেবে না। আগামীতে তৃনমূলে সংগঠনকে সুসংগঠিত করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে কাজ করতে হবে।
শ্রমিক নেতা বাবলু’র কোরআন তেলওয়াতে মাধ্যমে শুরু হওয়া বর্ধিত সভায় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম বাবুল, সালাহ উদ্দিন, শাহাব উদ্দিন, খুরুস্কুল ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি নাছির উদ্দীন মাহমুদ, ঝিলংজা ইউনিয়ন এর সদস্য সচিব শফিকুল ইসলাম, পিএম খালীর সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন, খুরুশস্কুলের সহ-সভাপতি সুমন কান্তি দে।
এসময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুগ্ম আহবায়ক মামুন, চৌফলদন্ডী ইউনিয়নের সাবেক সভাপতি শফিকুল আলম সবু,পলাশ দে, মনসুর, স্বাগত দে ঝিলংজা ইউনিয়ন যুগ্ন আহবায়ক, জাকারিয়া, ইলিয়াস, হোসাইন, ওবাইদুল হক শ্রমিক নেতা খাইরুল আমিন, ফরিদ আহমদ, নাজমুল হুদা,টিপু, মনু মিয়া রমজান আলী, আজিজুল হক, মোঃ সোহেল, ফিরুজ সিকদার, রায়হান হিরা, সফর আলম, মোস্তাক আহমেদ প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।