শেফাইল উদ্দিন:
কক্সবাজারের ঈদগাও উপজেলার হার্টের রোগী ৩ সন্তানের জননী সোনা মেহেরে বাঁচতে চাই। তাঁকে বাঁচাতে ওপেন হার্ট সার্জারি করতে হবে । তাকে ওপেন হার্ট সার্জারি করে বাঁচাতে প্রায় ৪ লক্ষ টাকা দরকার হবে বলে জানিয়েছেন ডাক্তার। আপনার আমার সহযোগিতায় অসহায় ৩ সন্তানের জননী সোনা মেহের ফিরে পাবে নতুন জীবন । আমরা সবাই সোনা মেহেরকে বাঁচাতে সহযোগিতার হাতে বাড়িয়ে দিই। সে নব গঠিত ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজ পাড়া এলাকার আমির সুলতানের মেয়ে । দিন মজুর আবু বক্করের স্ত্রী। তাঁর হার্টের সমস্যা দেখা দিলে প্রথমে স্থানীয় ড়াক্তার পরে সদর হাসপাতাল এবং চট্রগ্রামে বিশেষজ্ঞ ড়াক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। ড়াক্তার জানান, তাকে বাঁচাতে হার্টের অপারেশন করতে হবে। প্রায় ৪ লক্ষ টাকা প্রয়োজন। দিন মুজুর স্বামী ও দরিদ্র বাবার কাছে এ টাকা যোগাড় করা সম্ভব হচ্ছে না।
টাকার অভাবে চিকিৎসা করতে না পেরে মৃত্যুর প্রহর গুনছে সোনা মেহের । দেশে বিদেশে থাকা সকল দেশবাসীর সহযোগিতা কামনা করেছেন সোনা মেহেরের পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: বাবা আমির সুলতান 01873-835977 বিকাশ (পার্সোনাল)