প্রেস বিজ্ঞপ্তি :
ককসবাজার সাহিত্য একাডেমির আয়োজনে শনিবার ২২ জানুয়ারি বিকেলে বিশিষ্ট কবি, লেখক, প্রবীণ আইনজীবী, বিদগ্ধ সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মরহুম আবুল কালাম আজাদ এর স্মরণসভা অনুষ্ঠিত হয়। একাডেমির সাধারণ সম্পাদক কবি রুহুল কাদের বাবুল এর সঞ্চালনায় ও একাডেমির সহ সভাপতি, জেলা শিক্ষা অফিসার, বিশিষ্ট কবি ও ছড়াকার মো. নাছির উদ্দিন স্মরণসভায় সভাপতিত্ব করেন।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত উক্ত স্মরণসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি এডভোকেট সুলতান আহমদ, ইঞ্জিনিয়ার বদিউল আলম, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদা মোর্শেদা আইভি, বিশিষ্ট কবি ও গল্পকার সোহেল ইকবাল, বিশিষ্ট কবি অমিত চৌধুরী, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী, বিশিষ্ট কবি শামিম আকতার, উত্তর নুনিয়ারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবি জোসনা ইকবাল, কবি কায়সার ইকবাল, বিশিষ্ট লেখক এডভোকেট ইবরাহীম খলিল, কবি গিয়াস উদ্দিন প্রমুখ।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. নুরুল আফসার।