মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
চকরিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জেপি দেওয়ান করোনা আক্রান্ত হয়েছেন। গত ২/৩ দিন ধরে ইউএনও জেপি দেওয়ান এর শরীরে জ্বর, সর্দি সহ বিভিন্ন করোনা উপসর্গ দেখা দেয়। সোমবার ২৪ জানুয়ারি তাঁর দেহের নমুনা টেস্টে দিলে সেখানে টেস্ট রিপোর্ট 'পজেটিভ' আসে। বিশ্বস্ত সুত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সুত্র মতে, ইউএনও জেপি দেওয়ান চকরিয়ায় সরকারি বাসভবনে আইসোলেসনে থেকে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্বাবধানে তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা জেপি দেওয়ান (১৭৫৩৪) চকরিয়ার ইউএনও হিসাবে যোগদান করেন। তিনি খাগড়াছড়ি জেলার বাসিন্দা। এদিকে, ইউএনও জেপি দেওয়ান এর সুস্থতার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে সবার কাছে আশির্বাদ কামনা করা হয়েছে।