দেলওয়ার হোছাইন, পেকুয়া :
সুদ্ধ বাঙালিয়ানা চর্চায় ব্যতিক্রমী আয়োজনে শীতের হিমেল পরিবেশ পিঠা উৎসবে মেতে উঠেন ছাত্র শিক্ষক অভিভাবক।
কালের বিবর্তনে হারিয়ে যাওয়া এমন সব পিঠা নিয়ে এ উৎসবের আয়োজন করেন কক্সবাজারের পেকুয়ায় একমাত্র ডিজিটাল শিক্ষা প্রতিষ্টান কিংস্টন স্কুল।
সকালে পেকুয়া স্কুল ক্যাম্পাসে এ ব্যতিক্রমে আয়োজনে ছিল প্রাচীন বাংলার হারিয়ে যাওয়া মাটির তৈরী জিনিস পত্র বাহারি মজাদার পিঠা ও খেজুর রস।
উৎসবের আয়োজক কিংস্টন স্কুলের প্রতিষ্টাতা নুরুল আমিন জানান,বিলুপ্ত হওয়া গ্রামীণ সভ্যতার ইতিহাস ঐতিহ্য আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে আমাদের এই আয়োজন ।
এ আয়োজনের মাধ্যমে পিঠা পরিচিতি সহ শিশুদের মেধা বিকাশে সহায়ক ভুমিকা রাখবে ।
আবহমান বাংলার এই সংস্কৃতি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে দেয়ার আহবান করেন অভিভাবক ও সংশ্লিষ্ট সকলে ।