সংবাদ বিজ্ঞপ্তি:
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফতেখাঁরকুল ইউনিয়ন শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডাঃ প্রভাত শর্মা পরলোকগমন করেছেন। রবিবার (২৩ জানুয়ারী) রাত ৮টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ৭০ বছর বয়সে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পরলোকগমন করেন তিনি (দিব্যাং লোকান স্বঃগচ্ছতু)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও ১ কন্যাসহ অসংখ্য আত্নীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া নিবাসী স্বর্গীয় জ্ঞানেন্দ্র শর্মা ও স্বর্গীয়া অনামিকা শর্মার প্রথম পুত্র এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পেশাজীবী ঐক্য পরিষদ, কক্সবাজার জেলা শাখার সদস্য বিএস অপু ও সীতাকুণ্ড শ্রীশ্রী ভোলানন্দ গিরি সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী উমেশ্বরানন্দ গিরি মহারাজের পিতা।
ডাঃ প্রভাত শর্মার মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলা শাখার সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন সভাপতি এডভোকেট বাপপী শর্মা, সাধারণ সম্পাদক (১) বাবলা পাল ও সাধারন সম্পাদক (২) বলরাম দাশ অনুপম। বিবৃতিতে নেতৃবৃন্দ প্রভাত শর্মার আত্মার সদগতি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।