জাহাঙ্গীর আলম শামস :
কক্সবাজার শহরের হাসপাতাল রোডস্থ হামেদিয়া খানেকাহ মসজিদের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। তিনি উন্নয়ন কাজের প্রশংসা করে বলেন, আমি সবসময় ভালো কাজের পক্ষে, আপনার আমাকে যখন ঢাকবেন আমি মসজিদের উন্নয়ন কাজে সর্বাত্মক সহযোগীতা করবো।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, উন্নয়ন কাজের সমন্বয়কারী হামিদ উদ্দিন ইউসুফ গুন্নু, মোহাম্মদ রফিক, কক্সবাজার দোকান মালিক সমিতির সহ-সভাপতি আমিনুল ইসলাম হাসান, স্টেডিয়াম পাড়া সমাজ কমিটির সেক্রেটারি এম ইউ বাহাদুর, মুহাম্মদ ওসমান, রাসেদুল আরাফাত, সংবাদ কর্মি আবদুল গফুরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উন্নয়ন কাজ পরিদর্শন শেষে মেয়র মুজিবুর রহমান এতিমখানাও পরিদর্শন করেন এবং এতিম ছাত্রদের শারীরিক খোঁজখবর নেন, রাত্রিযাপনে জন্য সকল এতিম ছাত্রদের জন্য নিজ অর্থায়নে বেটিংয়ের ব্যবস্থা করেন।