মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
উত্তম কাজের স্বীকৃতি হিসেবে জাতীয় পুলিশ সপ্তাহ-২০২২ এ কক্সবাজার জেলা পুলিশ ৪ টি ক্যাটাগরির প্রত্যেকটিতে প্রথম পুরস্কার অর্জন করেছে। ২০২০ সাল এবং ২০২১ সালে "খ" গ্রুপে মাদক ও অবৈধ আগ্নেয় অস্ত্র উদ্ধারে কক্সবাজার জেলা পুলিশ এ ৪ টি পুরস্কার লাভ করেছে।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) থেকে সোমবার ২৪ জানুয়ারি ঢাকাস্থ রাজারবাগ প্যারেড গ্রাউন্ডে কক্সবাজারের পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম আনুষ্ঠানিকভাবে উত্তম কাজের স্বীকৃতি হিসাবে পাওয়া পৃথক ৪ টি ট্রফি এবং সনদ গ্রহণ করেন।
কক্সবাজার জেলা পুলিশের কর্ণধার এসপি মোঃ হাসানুজ্জামান পিপিএম
এই অনন্য অর্জন কক্সবাজার জেলা পুলিশের সকল সদস্যদের প্রতি উৎসর্গ করে বলেন, জেলা পুলিশের সকল সদস্য একযোগে নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করেছে বলেই জেলা পুলিশের জাতীয় পর্যায়ে এই বিশাল অর্জন সম্ভব হয়েছে।
কক্সবাজার জেলা পুলিশকে এই অসামান্য সম্মাননা প্রদান করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার), চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার) সহ বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। কক্সবাজার জেলা পুলিশকে ৪ টি প্রথম পুরস্কার পাওয়ার জন্য মনোনীত করায় পুলিশ সদর দপ্তরের বিজ্ঞ জুরিসদের প্রতি এসপি মোঃ হাসানুজ্জামান পিপিএম কৃতজ্ঞতা জানান।
পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম ভবিষ্যতে তাঁর দায়িত্ব পালনে মহান আল্লাহর অসীম রহমত, সকলের সহযোগিতা, দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।