শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কুতুবদিয়া ৫নং বড়ঘোপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যথাক্রমে- ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য তহিদুল ইসলাম, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মাঈনুদ্দীন হাশেম,৪,৫,৬ ওয়ার্ডের হাসিনা আক্তার বিউটি।
মঙ্গলবার ( ২৫ জানুয়ারি) বিকাল ৩ টায় বড়ঘোপ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরের জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম,সচিব সমীর দাশ প্রমুখ ।
বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম বলেন,প্যানেল চেয়ারম্যান নির্বাচনে সাধারণ ওয়ার্ড ও সংরক্ষিত ওয়ার্ডের সদস্যবৃন্দ ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করেন। ৩ সদস্যের প্যানেল চেয়ারম্যান নির্বাচনে তহিদুল ইসলাম ১ম, মাঈনুদ্দীন হাশেম ২য় এবং হাসিনা আক্তার বিউটি ৩য় প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।