মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজারের পেকুয়ায় হাত-পায়ের রগ কেটে চাঞ্চল্যকর মোহছেনা আক্তার (৩৬) হত্যা মামলার প্রধান আসামী মোঃ রিদোয়ান (৩৫) এবং তার সহযোগী সুজন (২২) কে চকরিয়া থেকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-১৫ এর একটি টিম বুধবার ২৬ জানুয়ারি দুপুর ১২ টার দিকে এক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল' এন্ড মিডিয়া) মো: আবু সালাম চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ধৃত প্রধান আসামী মোঃ রিদোয়ান চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আবদুল হাকিম পাড়ার নুরুল আলম প্রকাশ কালা বদা'র পুত্র। অপর আসামী সুজন একই ইউনিয়নের কবির হোসেনের পুত্র।
গত ২৫ জানুয়ারি ভোরে পেকুয়ার নুইন্যামুইন্যা ব্রিজের কাছে কক্সবাজার শহরের খাজা মঞ্জিলের ছাবের আহমদের কন্যা মোহছেনা আক্তার এর হাত ও পায়ের রগ কাটা অবস্থায় মৃতদেহ পাওয়া যায়। পরে পেকুয়া থানা পুলিশ লাশটি উদ্ধার করে এবং এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়।
নিহতের স্বজনেরা অভিযোগ করেছে, মোহছেনা আক্তারকে পাওনা টাকা দেওয়ার কথা বলে খুন করার জন্য তাঁর দ্বিতীয় স্বামী মোঃ রিদোয়ান পরিকল্পিতভাবে পেকুয়ায় ডেকে নিয়ে গিয়েছিল। ধৃত আসামীদ্বয়কে পেকুয়া থানায় সোপর্দ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।