আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফে কৃষি জমি খনন করে মাটি বিক্রয় করায় মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারায় অর্ধ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন বিএম অটো গ্যাসের পিছনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী।
তিনি জানান, অবৈধভাবে কৃষি জমি খনন করে মাটি বিক্রী করার অভিযোগ পেয়ে অভিযানে যায় ভ্রাম্যমাণ আদালত। ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়ায় টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবির পাড়ার বাসিন্দা সোনা আলীর ছেলে আলি আহমদ, নুরুল ইসলামের ছেলে সিরাজ মিয়া, কালা মিয়ার ছেলে নুর বশরকে ৫০ হাজার টাকা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
তিনি আরো জানান, কৃষি জমির উপরের স্তর অর্থাৎ উর্বর অংশ অনুমতি ব্যতিরেখে খনন ও বিক্রয় নিষিদ্ধ। আইন অমান্য করায় সতর্কতামূলক এই জরিমানা করা হয়।