মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
শুক্রবার ২৮ জানুয়ারি কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮১৯ জনের নমুনা টেস্ট করে ৩১০ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট ৫০৯ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া, শুক্রবারের মোট শনাক্তের সংখ্যার সাথে কক্সবাজার জেলা সদর হাসপাতালে র্যাপিড এন্টিজেন টেস্ট (RAT) পদ্ধতিতে নমুনা টেস্ট করে করোনা রোগী শনাক্ত করার সংখ্যাও এরসাথে যোগ হবে।
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে শুক্রবার ‘পজেটিভ’ রিপোর্ট আসা ৩১০ জনের মধ্যে ১২ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। অবশিষ্ট ২৯৮ জনের মধ্যে ১ জন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার রোগী। বাকী ২৯৭ জন সকলেই কক্সবাজারের নতুন রোগী।
এরমধ্যে, কক্সবাজার সদর উপজেলার রোগী ২৭ জন, রামু উপজেলার রোগী ৭ জন, উখিয়া উপজেলার রোগী ৯৮ জন, টেকনাফ উপজেলার ৭০ জন, চকরিয়া উপজেলার ২১ জন, কুতুবদিয়া উপজেলার ৩ জন, মহেশখালী উপজেলার রোগী ১০ জন এবং ৬১ জন রোহিঙ্গা শরনার্থী রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)
অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত দেওয়া তথ্য মতে, শুরু থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত কক্সবাজার জেলায় ৩১১ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছন। তারমধ্যে, ৩৪ জন রোহিঙ্গা শরনার্থী রয়েছে।
আবার, দেশে করোনা রোগী শনাক্তের ৬৮২ তম দিনে শুক্রবার ২৮ জানুয়ারি সারাদেশে করোনায় ২০ জনের মৃত্যু হয়েছে। সারাদেশে একইদিন নতুন রোগী শনাক্ত করা হয়েছে ১৫ হাজার ৪৪০ জন। একইদিন শনাক্তের হার ৩৩’৩৭% ভাগ।