মুহাম্মদ নাজিম উদ্দিন, দক্ষিণ (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়ার ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসীম উদ্দিনের গণসংযোগে হামলা ও গুলি বর্ষণের ঘটনায় লাইসেন্স থাকা একটি শটগান ব্যবহার করা হয়েছে। গত বৃহস্পতিবার এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়।
এই শটগানটি আওয়ামী লীগ প্রার্থী আক্তার হোসেনের বলে (২৯ জানুয়ারি) শনিবার বিকালে উপজেলার কেরানীহাটের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. জসীম উদ্দিন। সংবাদ সম্মেলনে জসীম বলেন, জনবিচ্ছিন্ন হয়ে প্রতিদ্বন্দ্বী নৌকার মনোনীত প্রার্থী আকতার হোসেন জামায়াত-শিবিরের নামধারী ক্যাডার ব্যবহার করে আমার নির্বাচনী প্রচারণায় হামলা চালাচ্ছে। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় আমাকে মেরে ফেলার হুমকি দিচ্ছেন আকতার। তাঁর কাছে থাকা লাইসেন্স করা ও অবৈধ অস্ত্র উদ্ধার করার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রফেসর ইসমাইল ও আবু সুফিয়ান।