প্রতিবেদক :
কক্সবাজারের ঐতিহ্যবাহী মহোৎসব উত্তর হিন্দু পাড়া কেন্দ্রীয় হরি মন্দিরের ৩৫ তম ষোড়শ প্রহর ব্যাপী হরিনাম মহাযজ্ঞের অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
২৮ জানুয়ারী, শুক্রবার,কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল উত্তর হিন্দু পাড়া শ্রী শ্রী সার্বজনীন কেন্দ্রীয় হরি মন্দির প্রাঙ্গণে ঊষা লগ্নে হরিনাম মহাযজ্ঞের পুর্ণাহুতির মাধ্যমে ৩৫ তম মহোৎসবের সমাপ্তি ঘটে।
উত্তর হিন্দু পাড়ার সার্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে গত ২৫ জানুয়ারি সকাল থেকে শ্রীমদভগবদগীতা পাঠ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শুভ অধিবাস কীর্ত্তনের মধ্যে দিয়ে শুরু হয় মহোৎসবের আনুষ্ঠানিকতা।
২৬ ও ২৭ জানুয়ারি, বুধবার ও বৃহস্পতিবার অহোরাত্রি-দিবারাত্রি ষোড়শ প্রহরব্যাপী মহা হরিনাম পরিবেশন করেন দেশের বিখ্যাত কীর্ত্তনীয় দল শ্রী কানু গোপাল সম্প্রদায়, শ্রী ভব পাগলা সম্প্রদায়, শ্রী নব দিপুশ্রী সম্প্রদায়, শ্রী গৌর নিতাই সম্প্রদায় ও শ্রী বলদেব জিউ সম্প্রদায়।
২৮ জানুয়ারী, ঊষালগ্নে নাম কীর্ত্তন সহকারে নগর পরিক্রমা, মহা নামযজ্ঞের পূর্ণাহুতি, ভক্ত- বৈঞবগনের চরণধুলা গ্রহণ ও মহা নামযজ্ঞের পুর্ণাহুতি দেওয়া হয়েছে।
এইবারের সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে করোনা সংকটকালীন মুহূর্তে ৩৫ তম মহোৎসব সফলভাবে সম্পন্ন করতে পেরে সকল শুভাকাঙ্ক্ষী, সমাজের তরুণ-প্রবীণ, যারা শ্রম, মেধা ও অর্থ দিয়ে সার্বিক সহযোগিতা করেছে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ৩৫ তম মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি অজয় দে সাধু,সাধারণ সম্পাদক সনজিত কুমার দে ও অর্থ সম্পাদক সমীরণ কান্তি দে টিটু।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।