মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা সদর হাসপাতালের দক্ষিণ পাশের রাস্তায় একটি লেপ তোষক ভর্তি মিনিট্রাকে লাগা আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে এনেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার ৩১ জানুয়ারি রাত ১১ টা ৫ মিনিটের দিকে লেপ তোষকের ট্রাক থেকে আগুনের সুত্রপাত হয়।
সদর হাসপাতালের একজন রোগীর স্বজন মোহাম্মদ মুরাদ সিবিএন-কে জানান, অগ্নিকান্ডের উৎপত্তিস্থল থেকে আগুনের লেলিহান শিখা হাসপাতালের দিকে ছড়িয়ে পড়ায় রোগী ও রোগীর স্বজনেরা চরম আতংকিত হয়ে হাসপাতাল থেকে সবাই হুড়োহুড়ি করে বের হয়ে পড়ে। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকান্ডের স্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রায় ১০ মিনিট আগুনের স্থায়িত্ব ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হাসপাতাল থেকে বের হয়ে যাওয়া আবার হাসপাতালে ফিরে গেছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।