সভাপতি-রুহুল আমিন, সাধারণ সম্পাদক-সাদিয়া
প্রেসবিজ্ঞপ্তি
প্রথম আলো বন্ধুসভা কক্সবাজার জেলার কমিটি-২০২২ ঘোষণা করা হয়েছে। দ্বিতীয়বারের মত নতুন এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে রুহুল আমিন ও উম্মে সাদিয়া হোসেন সিকদার।
২০১১ সালের কমিটিতেও তাঁরা দুইজন সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। গত ৩১ জানুয়ারি নতুন এই কমিটি ঘোষণা দেন বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথম আলো কক্সবাজার আঞ্চলিক অফিস প্রধান আব্দুল কুদ্দুস রানা। এক বছর মেয়াদী ৭১ সদস্য বিশিষ্ট এই কমিটির মেয়াদকাল আগামী ৩১ ডিসেম্বর পযন্ত।
# নতুন কার্যকরি কমিটি-২০২২ নিম্নরূপ :
সভাপতি ঃ রুহুল আমিন, সহ-সভাপতি ঃ ফারিয়াল মৌমিতা মোস্তফা পুস্পি ও ফাহিম কুদ্দুস প্রিয়।
সাধারণ সম্পাদক ঃ উম্মে সাদিয়া হোসেন সিকদার, সহ-সাধারণ সম্পাদক ঃ মাসুমা আকতার রুমি ও মোজাহিদ আলী।
সাংগঠনিক সম্পাদক : বদিউল আলম সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক : আজিজুর রহমান রাজু, অর্থ সম্পাদক : মোহাম্মদ ফাহিম, দপ্তর সম্পাদক : ইফতেখার বুলবুল তামজিদ, প্রচার সম্পাদক : ফয়সাল মোহাম্মদ ফাহিম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক : রেশমি সোলতানা, সাংস্কৃতিক সম্পাদক : লিফিকা ধর, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক : মৌমিতা মীম, প্রশিক্ষণ সম্পাদক : তাসমিমা আফরিন সুবাহ, দূর্যোগ ও ত্রাণ সম্পাদক : নুরুল আবচার, পরিবেশ ও সমাজ কল্যাণ সম্পাদক :জেসমিন সুলতানা,
মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক : অতন্দ্রীয়া বড়ুয়া রিয়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ঃ আব্দুল নবী ,ম্যাগাজিন সম্পাদক ঃ জাহেদুল ইসলাম, বইমেলা সম্পাদক : ফানাফিল্লাহ আকিব,
কার্যনির্বাহী ঃ শফিকা তাসমিন ইমা, ফারজানা ইয়াসমিন লিলি ও তৌহিদুল ইসলাম।
সাধারণ সদস্যঃ সাফাতুজ্জাহান নিতু, সাজ্জাত হোসেন ইমন, আফনান সুলতানা জয়া, নুসরাত আজাদ সুরাইয়া, ইফতেখারুল ইসলাম সাজিদ, মরিয়ম বিনতে কালাম কর্ণিয়া, ফারহান মানসিব, শাহ নেওয়াজ রকি, মশিউর রহমান, মো. মিজানুর রহমান, মো. আশফাক, লিমা আক্তার বাবলি, ঐশ্বর্য দে অর্ণি, সুইটি শর্মা, তানজিনা আফরিন, রিফাতুল আলম, সাগর নাথ, রুবেল দাশ, শাহাব উদ্দিন, শারমিন আক্তার, উলফাতুল মোস্তফা রানা, মঈনুল রহমান, বোরহান রাফি, সোহেল উদ্দিন, মো.সোহেল ইসলাম, বিজন বড়ুয়া সৌরভ, সাঈদ আলম, আরাফাত উদ্দিন, শহিদুজ্জামান শাওয়াল,তৌহিদুল ইসলাম,আবদুল খালেক, হিসামুল হক, রবিউল হাসান রাতুল,তৌহিদুল ইসলাম ছিদ্দিকী, জিয়াউল হক, শোয়াইবুল ইসলাম, মঈন উদ্দিন, আতিক রহমান সৌরভ, মোহাম্মদ ওবাইদুল্লাহ, অরুপ বড়ুয়া, সাজন বড়ুয়া সাজু, তানভীর সাজ্জাদ, খোরশেদ আলম, ইনান আব্বাসী, মিজবাউল রহমান ও পিয়াল কান্তি শীল।