প্রেস বিজ্ঞপ্তি:
কক্সবাজার সদর উপজেলার পিএমখালী জুমছড়িতে নবনির্মিত সুরম্য বায়তুল রহমান জামে মসজিদ আগামীকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় উদ্বোধন করা হবে।
এই উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার ময়র মুজিবুর রহমান।
কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের আহŸায়ক মাহমুদুল করিম মাদুর সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. বদিউল আলম সিকদার, আইন বিষয়ক সম্পাদক এড. আব্বাস উদ্দিন, জেলা জজ আদালতের জিপি মোঃ ইসহাক, পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা আলাল, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন বাবুল, বাংলাবাজার হযরত আয়েশা সিদ্দিকা (রা.) বালিকা মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদুল করিম, চকরিয়ার শাহারবিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদি, ধাওনখালী মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোঃ মুসলিম, পিএমখালী আদর্শ দাখিল মাদরাসার সুপার মাওলানা নূর আহমদ, বিশিষ্ট সমাজ সেবক মমতাজুল হক, পিএম খালী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল কাদের এবং উদ্বোধন হতে যাওয়া বায়তুল রহমান জামে মসজিদ আবু ছৈয়দ।
উক্ত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেস উক্ত মসজিদের পরিচালনা কমিটি।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।