আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ পৌরসভার শীতার্ত অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে শতাধিক কম্বল হাতে তুলে দিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফানুল হক চৌধুরী। এসব কম্বল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার।
মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার টেকনাফ পৌরসভার পল্লানপাড়া ও ইসলামাবাদ এলাকায় শীতার্ত গরীব অসহায় মানুষের ঘরে ঘরে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার শীতের কম্বল গায়ে জড়িয়ে দিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো এরফানুল হক চৌধুরী।
উপজেলা পরিষদ সূত্র জানায়, কক্সবাজারের জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে এসব কম্বল বিতরণ করা হয়েছে। হঠাৎ করে শৈত্য প্রবাহের কারনে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় সাধারন খেটে খাওয়া মানুষের কষ্ট বেড়ে গেছে। প্রকৃত অসহায় মানুষ যাতে শীতের কম্বল পায় সেজন্য প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শতাধিক কম্বল দেওয়া হয়েছে।
শীতের কম্বল পেয়ে খুশি হয়েছেন টেকনাফ পৌরসভার পল্লানপাড়ার বয়স্ক নারী রোজিনা বেগম ও ইসলামাবাদের হামিদা বানু।
তারা জানান, এ তীব্র শীতে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মতো অসহায় ও গরীব মানুষের খোঁজখবর রেখেছেন। এজন্য তার দীর্ঘায়ু কামনার পাশাপাশি কি বলে তাকে ধন্যবাদ দিব ভাষায় প্রকাশ করতে পারছি না।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।