শেফাইল উদ্দিন:
কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পুকুরে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের মধ্যম গজালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খতিজা (২) বর্নিত এলাকার রিদুয়ানের মেয়ে।
জানা যায়, শিশুটি খেলতে গিয়ে সবার অগোচরে বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির পর পরে ভাসমান অবস্থায় পুকুর পাওয়া যায়। স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউপি মেম্বার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।