মহেশখালী প্রতিনিধি:
‘ব্যস্ততা আমায় দেয় না অবসর’। তারপরও একখন্ড অবসর দরকার। কারণ মানুষ যন্ত্র নয়। কাজ করতে করতে এক সময় হাঁপিয়ে উঠি আমরা। এই হাঁপিয়ে উঠা জীবনে ফের নতুনত্ব ফিরিয়ে আনা দরকার। এই নতুনত্ব ফিরিয়ে আনতে মানুষকে ছুটে যেতে হয় দূরে কোথাও। এটা অবশ্যই চাই- নির্মল প্রকৃতি সবুজ কোল!
ব্যস্ততার ক্ষেত্রে প্রিন্ট মিড়িয়ার পাশা-পাশি অনলাইন সাংবাদিকদের জুড়ি নেই! বছর শেষে যদি মিলে ‘দূরে কোথাও’ ঘুরে আসার দূর্লভ সুযোগ! বহুল প্রতীক্ষিত দিনটি শেষ হল। শীতকালীন ভ্রমণের অংশ হিসেবে নিসর্গ ভূমি পাহাড়ী রাঙামাটি ভ্রমনে গিয়েছিলেন কক্সবাজারের মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সদস্যরা।
৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ও শুক্রবার ২ দিন ব্যাপি পাবর্ত্য রাঙ্গামাটি প্রতি বছরের ন্যায় এবারও বসেছিল মহেশখালী অনলাইন প্রেসক্লাবের মিলনমেলা।
এতে অংশ নিয়েছিল এক পেশাদার ঝাঁক ঝাঁনু সাংবাদিক। এতে অংশ নিয়েছিলেন, মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আজিজ সিকদার, সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান এফ রহমান ও অসীম দাশ, সাংগঠনিক সম্পাদক রকিয়ত উল্লাহ, দপ্তর সাইফুল ইসলাম সাইফ, অর্থ সম্পাদক কপিল বিন আমির, প্রচার সম্পাদক মিছবাহ উদ্দিন আরজুসহ নেতৃবৃন্দরা।
মহেশখালী অনলাইন প্রেসক্লাবের সভাপতি হোবাইব এর নেতৃত্বে সাংবাদিক দলটি পাহাড় ও লেকের নিসর্গ নগরখ্যাত রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পট ঘুরে ফের ৪ ফেব্রুয়ারী (শুক্রবার) সন্ধ্যা মহেশখালী ফিরেছেন।