সংবাদ বিজ্ঞপ্তি :
স্বাধীনতার সুবর্ণজয়ন্তি, জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতার শতবর্ষ উদযাপনের ত্রিকালসম্মিলিন এবং বাংলা একাডেমী'র মহাপরিচালক জাতিসত্ত্বার কবি মুহম্মদ নূরুল হুদার নাগরিক সংবর্ধনা উপলক্ষে 'মুক্তির মন্দির সোপান তলে' প্রতিপাদ্যে তিনদিন ব্যাপী স্বাধীনতা কবিতা উৎসব আয়োজন করতে যাচ্ছে সম্মিলিত নাগরিক ফোরাম ঈদগাঁও।
গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেন সম্মিলিত নাগরিক ফোরাম ও কবিতা উৎসব উদযাপন কমিটির প্রধান সমন্বয়ক, কক্সবাজার সাংবাদিক কোষ প্রণেতা, কক্সবাজার সাংবাদিক সংসদ (সিএসএস) এর সভাপতি আজাদ মনসুর।
এ উপলক্ষে সম্প্রতি এক জরুরী সভা করে সম্মিলিত নাগরিক ফোরাম।
ফোরামের সভাপতি বিশিষ্ট শিল্পোদ্যোক্তা রেজাউল করিম সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, বিশিষ্ট লেখক, সাংবাদিক কাফি আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে স্বাধীনতা কবিতা উৎসব ২০২২ উদযাপনের নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়।
চলমান করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া সাপেক্ষে আগামী ৩০, ৩১ মার্চ( ঈদগাঁও পর্ব) ঈদগাঁও পাবলিক লাইব্রেরী প্রাঙ্গণ এবং ১ এপ্রিল সমাপনী অনুষ্ঠান (কক্সবাজার পর্ব) কক্সবাজার সমুদ্রসৈকত সংলগ্ন কবিতাচত্বরস্থ হুদা কবিতা মঞ্চে অনুষ্ঠিত হবে।
এতে বাংলা একাডেমীর মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
এছাড়াও ঢাকা, চট্রগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর, রাঙামাটি, কক্সবাজারের বরেণ্য ও খ্যাতিমান কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, লোকশিল্পী, সংস্কৃতিকর্মী, রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, স্থানীয় সরকারের জনপ্রতিনিধিসহ দলমতধর্ম নির্বিশেষে বিপুল সংখ্যক কবিতাপ্রেমী সৃজনশীল এবং মননশীল অংশীজন যোগদান করার কথা রয়েছে।
এসময় সহ-সভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সেলিম রেজা, সংস্কৃতিজন কবি নুরুল আলম, তরুণ শিল্পোদ্যোক্তা শাহিন জাহান চৌধুরী, সমাজ সংস্কারক মাষ্টার আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সমাজসেবক আবছার কামাল, বিশিষ্ট শিক্ষানুরাগি মাষ্টার হারুনুর রশীদ, সমন্বয়ক, তরুণ উদ্যোক্তা হাসান তারেক, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক গিয়াস উদ্দীন রবিন, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমানসহ অন্যান্য সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।