বার্তা পরিবেশক:
পরিষ্কার-পরিছন্নতা ও স্বাস্থ্যসেবা প্রদানের ক্ষেত্রে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ‘ইমারজেন্সি মডেল’কে অনুসরণ করবে দেশের সকল জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
সম্প্রতি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ শামিউল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
সভার সিদ্ধান্তমতে, যশোর জেলার চৌগাছা মডেল, কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি মডেলকে সকল জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিছন্নতা ও স্বাস্থ্যসেবা প্রদানের ব্যাপারে অনুসরণ করবে।
সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।