জালাল আহমদ , ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত কক্সবাজার জেলার চকোরিয়া উপজেলা নিবাসী শিক্ষার্থীদের সংগঠন “ঢাবির চকোরী”র ২০২২-২৩ সেশনের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শেফায়েত হোসেন রিপন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোস্তফা আহমদ।
ঢাবির চকোরীর ২০২২-২৩ সেশনের নতুন কমিটিতে আছেন যারা:
সভাপতি : শেফায়েত হোসেন রিপন (আরবি বিভাগ)
সাধারণ সম্পাদক : মোস্তফা আহমদ (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ )
সহ-সভাপতিঃ তাহরিমা তারান্নুম
(ম্যানেজমেন্ট বিভাগ ) , সহ-সভাপতিঃ তারিশা জামান (ম্যানেজমেন্ট বিভাগ)
যুগ্ম-সাধারণ সম্পাদকঃ তামজিদুর রহমান সানি
(ইসলামিক স্টাডিজ)
কোষাধ্যক্ষঃ তাওহিদুল ইসলাম রাকিব
(গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ )
সাংগঠনিক সম্পাদকঃ আরফাতুল ইসলাম মারুফ
(আরবি বিভাগ )।
সাধারণ সম্পাদক মোস্তফা আহমেদ বলেন, আমাদের এই সংগঠনের মাধ্যমে আমরা চকোরীর প্রত্যেক শিক্ষার্থীর ঢাকায় অভিভাবকের দায়িত্ব পালন করি। আমার ইচ্ছে হলো ঢাবির চকোরীকে এমন অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া যেখানে প্রত্যেকটা নতুন শিক্ষার্থী ক্যাম্পাসে এসে তাদের নতুন পরিবার হিসেবে ঢাবির চকোরীকে আপন করে নিতে পারে সেভাবে আমরা কাজ করতে চাই। মৌলিক অনুষ্ঠানগুলোর পাশাপাশি আমাদের চকোরিয়ায় উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার করতে চাই।