আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের হ্নীলা রঙ্গিখালী এলাকায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫) এর সদস্যরা অভিযান চালিয়ে বেলাল উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে ১৮ হাজার ইয়াবা ও একটি দেশীয় তৈরি অস্ত্র ও গোলাবারুদসহ আটক করা হয়েছে।

কক্সবাজার র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) অধিনায়কের পক্ষে মো. বিল্লাল উদ্দিন গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,সোমবার রাতে টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল টেকনাফ থানাধীন রঙ্গিখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালীন সময়ে র‍্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী পশ্চিম পাড়ার মৃত কবির আহমদের ছেলে বেলাল উদ্দিন (৩৮),কে আটক করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ব্যক্তির সাথে থাকা শপিং ব্যাগ ও দেহ তল্লাশী করে ৪ রাউন্ড গোলাবারুদসহ ১টি দেশীয় তৈরি অস্ত্র ও ১৮ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক আসামী মাদক ব্যবসাসহ অবৈধ অস্ত্র দ্বারা দীর্ঘদিন যাবত অপরাধমূলক কর্মকান্ড করে আসছে মর্মে জানা যায়।

তিনি আরো জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।