মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
মঙ্গলবার ৮ ফেব্রুয়ারী কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮৯৯ জনের নমুনা টেস্ট করে ৩০১ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট ৫৯৮ জনের নমুনা টেস্ট রিপোর্ট 'নেগেটিভ' আসে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে মঙ্গলবার 'পজেটিভ' রিপোর্ট আসা ৩০১ জনের মধ্যে ১৬ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী ২৮৫ জন সকলেই কক্সবাজারের নতুন রোগী।
এরমধ্যে, কক্সবাজার সদর উপজেলার রোগী ৪৮ জন, রামু উপজেলার রোগী ৯ জন, উখিয়া উপজেলার রোগী ৪১ জন, টেকনাফ উপজেলার ৪৩ জন, চকরিয়া উপজেলার ১৭ জন, পেকুয়া উপজেলার রোগী ২ জন, মহেশখালী উপজেলার রোগী ১৯ জন এবং ১০৬ জন রোহিঙ্গা শরনার্থী রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)
অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত দেওয়া তথ্য মতে, শুরু থেকে ৭ ফেব্রুয়ারী পর্যন্ত কক্সবাজার জেলায় ৩১৬ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছন। তারমধ্যে, ৩৫ জন রোহিঙ্গা শরনার্থী রয়েছে। বাকী ২৮১ জন কক্সবাজারের স্থানীয় নাগরিক।
আবার, সারাদেশে ৮ ফেব্রুয়ারী মঙ্গলবার মোট ৮ হাজার ৩৫৪ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। একইদিন সারাদেশে করোনায় ৪৩ জনের মৃত্যু হয়েছে। একইদিন শনাক্তের হার ২০'০৩% ভাগ।