নিজস্ব প্রতিবেদক :
ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও কক্সবাজার রাখাইন ক্রীড়া সংস্থার আয়োজনে মাসব্যাপী শুরু হতে যাওয়া ‘ওয়ালটন প্রথম রাখাইন ক্রীড়া উৎসবে ক্রিকেট ইভেন্টে দুরন্ত সূচনা করেছে ক্যাংপাড়া রেইনবো ওয়ারিয়র্স।
মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারী) সকাল ৯টায় বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে বড় বাজার সুপার কিংসকে ৫ উইকেটে বিশাল জয় পায় দলটি।
ট্রসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বড় বাজার সুপার কিংস। ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫০ রান করতে সক্ষম হয় তারা। দলের পক্ষে ক্য ক্য ১৮ ও মং ক্য ছেন ১০ রান করে। রেইনবো ওয়ারিয়র্সের সানজো ২টি, ওয়ান নাই ১টি, সেন ওয়ান ১টি ও হ্লা হ্লা ১টি করে উইকেট লাভ করে। ৫০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় রেইনবো ওয়ারিয়র্স। দলের পক্ষে থেন থেন নাই ২২ ও মংছো লাইন ১৮ রান করে। বড় বাজার সুপার কিংসের মংয়ে মি ও মংছেন ওয়ান ২টি করে উইকেট লাভ করে।
এছাড়া বিকালে ফুটবল ইভেন্টে টেকনাফের চৌধুরী পাড়াকে ২—১ গোলে হারিয়ে জয় ছিনিয়ে নেয় রামু রাখাইন ফুটবল একাদশ।
ম্যাচ সেরাদের হাতে ক্রেস্ট তুলে দেন রাখাইন ক্রীড়া উৎসবের চেয়ারম্যান সাংবাদিক এমএ আজিজ রাসেল, রাখাইন ক্রীড়া সংস্থার সভাপতি মং ছেন য়াইন, সহ—সভাপতি জ জ ইয়ুদি, সহ—সভাপতি উথান্ট অং, সাধারণ সম্পাদক জ জ রাখাইন।
৯ ফেব্রুয়ারী বুধবার সকাল ৯টায় ক্রিকেট ইভেন্টে মুখোমুখি হবে রাজধানী ফ্রেন্ডস সার্কেল বনাম বড় বাজার সুপার কিংস।