শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজারের কুতুবদিয়া আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা এবং
ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন অত্র ইউনিয়নের জনসাধারণ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ।
বুধবার (৯ ফেব্রুয়ারী) বিকাল ৩ টায় উপজেলা গেইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, কুতুবদিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গেজব মাতবর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুচ ছাফা বি.কম,বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান টিটু,
উপজেলা যুবলীগের আহবায়ক আবু জাফর ছিদ্দিকী, কৃষক লীগের সাধারণ সম্পাদক কাইছার সিকদার, ইউপি সদস্য সুজন সিকদার, শ্রমিক লীগের সদস্য সচিব সৈয়দ
মোজাম্মেল হক,ইউনিয়ন যুব লীগের সাবেক সভাপতি কাইমূল হুদা বাদশা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও মিথ্যা মামলা থেকে অব্যহতি দেওয়ার দাবী জানান। যদি তা না হয় প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে চলমান মামলার তদন্ত ও বিচারকার্য প্রভাবিত করতে যে বারবার প্রশাসনকে দোষারোপ করে যাচ্ছে তা সত্যিই দুঃখজনক বলে মনে করেন বক্তারা। এটা প্রশাসনকে নিজেদের অনুকূলে আনার গভীর ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তাঁরা।
ঐ মামলায় একজন সাংবাদিককে উদ্দেশ্যমূলক আসামি করা হয়েছে যিনি ঘটনার সময় কুতুবদিয়া উপস্থিত ছিলেন না। সমাজিক যোগাযোগ মাধ্যমে তার তথ্য প্রমাণও রয়েছে বলে দাবী করেন সাংবাদিক কাইছার সিকদার। বিষয়টি খুবই দুঃখজনক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।