আব্দুস সালাম,টেকনাফ (কক্সবাজার):
কক্সবাজার টেকনাফের হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ (এপিবিএন) এর সদস্যরা।
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক গণমাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,মঙ্গলবার রাতে উপজেলার হ্নীলা নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের অফিসার সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্পের এইচ ব্লকের রোহিঙ্গা সন্ত্রাসী কামাল গ্রুপের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।
রোহিঙ্গা মৃত মোহাম্মদ হোসেনের ছেলে কামাল(২৫), শেড-৬৭৭/০১, ব্লক-এইচ, এমআরসি-৪৬০৪৩, নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প।
গ্রেপ্তার রোহিঙ্গা সন্ত্রাসীর কাছ থেকে ২টি দেশীয় তৈরি রামদা (যার ১ টির দৈর্ঘ্য ৪৮” ইঞ্চি অপরটি ৪০.৫” ইঞ্চি) উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রোহিঙ্গা একাধিক মামলার এজাহারভুক্ত আসামী এবং ক্যাম্প এলাকায় মাদক কারবারী, অপহরন ও চাঁদাবাজিসহ বিভিন্ন প্রকার অপরাধমূলক কর্মকান্ডে জড়িত রয়েছে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত রোহিঙ্গাকে টেকনাফ মডেল থানায় প্রেরন করা হয়েছে।