আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফ পৌরসভার জালিয়া পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লক্ষ টাকাসহ মো. সেলিম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

বুধবার ভোরে পৌরসভা ৯নং ওয়ার্ড দক্ষিণ জালিয়া পাড়া নিজ বসত বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক মো. সেলিম ওই এলাকার মৃত মো. রফিক প্রকাশ পুতুইন্নার ছেলে।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান।
তিনি জানান,গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় দক্ষিণ জালিয়া পাড়ার মো. সেলিমের বসত-বাড়ির স্টীলের আলমারির মধ্যে তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লক্ষ টাকাসহ তাকে আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান,আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে কক্সবাজার আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।