মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
টেকনাফের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজ চৌধুরী (১৬৮৭২) কে ফরিদপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার ৯ ফেব্রুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব কে.এম আল আমিন স্বাক্ষরিত ৪০ নম্বর স্মারক জারীকৃত এক প্রজ্ঞাপনে পারভেজ চৌধুরী সহ একই পদমর্যাদার ১৩ জন বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তাকে একইসাথে নিজ নিজ পদায়িত জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) হিসাবেও ক্ষমতা প্রদান করা হয়েছে।