মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী’র দেহে একটি ‘স্পাইনাল টিউমার’ শনাক্ত করা হয়েছে। এমআরআই পরীক্ষা করে টিউমারটি শনাক্ত করা হয়। শরীরের স্পর্শকাতর স্থান স্পাইনালে শনাক্ত করা টিউমারটির ব্যাসার্ধ ৭.৯ সেন্টিমিটার।
নির্যাতিত মানুষের আশ্রয়স্থল, নারীনেত্রী নাজনীন সরওয়ার কাবেরী জানান, ছোটকাল থেকে তাঁর খুব একটা অসুখ বিসুখ হয়নি। কিন্তু গত বছর দু’য়েক আগে থেকে তিনি দূর্বল ও শরীরে ব্যথা অনুভব করতে থাকেন। সামাজিক বিভিন্ন জটিল পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে চিকিৎসা করার সুযোগ হয়ে উঠেনি তাঁর। এখন তিনি ক্রমাগত শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন।
সাবেক সংসদ সদস্য, সাবেক রাষ্ট্রদূত মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরীর কন্যা, বিশিষ্ট রাজনীতিবিদ, মহকুমা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম আবছার কামাল চৌধুরীর পুত্রবধূ, অধিকার বঞ্চিতদের প্রাণের মানুষ নাজনীন সরওয়ার কাবেরী তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর অসীম রহমত, সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।
মজলুম মানুষের সারথি, প্রতিবাদী কন্ঠস্বর নাজনীন সরওয়ার কাবেরী তাঁর অসুস্থতা নিয়ে নিজস্ব ফেসবুক আইডি-তে শুক্রবার ১১ ফেব্রুয়ারী একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি কমেন্ট, লাইক, শেয়ারে ভরে গেছে। নিম্মে স্ট্যাটাসটি তুলে ধরা হলো :
“আসসালামু আলাইকুম।
আমি শারীরিক ভাবে খুব অসুস্থ।
আমার জন্য দোয়া করবেন।
একটি স্পাইনাল টিউমার আমাকে ক্রমাগত
দূর্বল করছে।
ছোটবেলা থেকে আমি খুব একটা অসুস্থ হইনি।
গত কয়েকবছর ধরেই আমি খুব সহজে দূর্বল ও শরীরে ব্যথা অনুভব করতাম।
সামাজিক জটিল পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে” ফুরসত পাইনি চিকিৎসা সেবা নেওয়ার।
শেষমেশ “এম আর আই “এর মাধ্যমে শনাক্ত হয়
একটি বড় টিউমার যার ব্যাসার্ধ ৭.৯ সেন্টিমিটার। যা আমার স্পাইনে অপেক্ষা করছে।
যা অপসারণে জটিল
সার্জারীটা এখন খুবই জরুরী হয়ে পড়েছে।
আজ শুক্রবার, দোয়া কবুলের দিন।
যেন আমার চিকিৎসা টি সুসম্পন্ন ভাবে হয়।
আমি সুস্থ হয়ে কাজে ফিরতে পারি-দোয়ার আর্জি।
আপনাদের জন্যও দোয়া রইল।
বিনীত -নাজনীন সরওয়ার কাবেরী।”
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।