এম.এ আজিজ রাসেল :
শহরের ২দিন ব্যাপী শুভ প্রবজ্যাগ্রহণ দানোৎসব শুরু হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় ক্যাং পাড়াস্থ চেন্দামেজু বৌদ্ধ বিহার থেকে বিশাল শোভাযাত্রার মাধ্যমে পবিত্র এই অনুষ্ঠান শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে পুনরায় চেন্দামেজু বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে শত শত বৌদ্ধ ধর্মাবলম্বী লোকজন স্বতঃস্ফূর্ত অংশ নেয়। রাত ৮টায় ধর্মীয় গুরুরা প্রদান করেন ধর্মীয় দেশনা। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ধর্মীয় শোভাযাত্রা বের করা হবে। পরে পবিত্র শ্রাবণ অনুষ্ঠান ও দানোৎসব অনুষ্ঠিত হবে। দুপুরে ঐতিহ্যবাহী বাঁশ উঠা প্রতিযোগিতা হওয়ার কথা রয়েছে।
শুভ প্রবজ্যাগ্রহণ দানোৎসবের অন্যতম উদ্যোক্তা সাথোং য়ে বলেন, পবিত্র শুভ প্রবজ্যাগ্রহণ করবেন ক্যাংপাড়ার ছেন থেন ও হ্লা সানের পুত্র উমিউ নাইন, মং চা ছিন ও উ খিন ঞের পুত্র বুবু, আ চেন ও ওয়েন মের পুত্র জওয়ান থেন, ক্য থেন চিন ও ছেন ছেনের পুত্র ভাসে, আবুরী এবং ক্য ছিন হ্লা ও ছেন য়েইনের পুত্র চোনাই। শুভ প্রবজ্যাগ্রহণ দানোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি পরিবারের পক্ষ থেকে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।