মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিল্লোল বিশ্বাস (১৫৪৬২) কে পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনস্থ পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত ৬৬ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে হিল্লোল বিশ্বাস-কে প্রেষণে এ নিয়োগ দেওয়া হয়। হিল্লোল বিশ্বাস বিসিএস (প্রশাসন) ২২ তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। ২০১৮ সালের জানুয়ারি থেকে হিল্লোল বিশ্বাস কক্সবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।