বলরাম দাশ অনুপম:
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র-এর পৌএ পূজ্যপাদ শ্রী বিনায়ক চক্রবর্তী আগামী ২৪ ফেব্রুয়ারী কক্সবাজার অাসবেন। এ উপলক্ষে জেলা ও বিভিন্ন শাখা সৎসঙ্গ ফাউন্ডেশনের উদ্যােগে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। জানা যায়, অাগামী ২৪ ফেব্রুয়ারী ( বৃহস্পতিবার) পূজ্যপাদ শ্রী বিনায়ক চক্রবর্তী কক্সবাজার জেলা সৎসঙ্গ ফাউন্ডেশন মন্দিরে পর্দাপন করবেন। জেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পূজ্যপাদ দাদা ২৫ ফেব্রুয়ারী মহেশখালী উপজেলার হোয়ানক শাখা সৎসঙ্গ ফাউন্ডেশন অধিবেশন, ২৬ ফেব্রুয়ারী জেলা সৎসঙ্গ ফাউন্ডেশন মন্দিরে অধিবেশন ও সাংগঠনিক সভা,২৭ ফেব্রুয়ারী বিজিবি ক্যাম্প শাখা সৎসঙ্গ ফাউন্ডেশন অধিবেশন, ২৮ ফেব্রুয়ারী খুরুশকুল শাখা সৎসঙ্গ ফাউন্ডেশন অধিবেশনে অংশ নেবেন। তাছাড়া ১, ২, ৩ মার্চ পূজ্যপাদ বিনায়ক চক্রবর্তী জেলার গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান পরিদর্শন এবং ৪ মাচ লোহাগাড়া উপজেলার কলাউজান ও সুখছড়ি শাখা সৎসঙ্গ ফাউন্ডেশন অধিবেশনে যোগদান শেষে ৫ মার্চ চট্টগ্রামের উদ্দ্যেশ্য রওনা দেবেন। জেলা সৎসঙ্গ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডাঃ চন্দন কান্তি দাশ জানান, পূজ্যপাদ শ্রী বিনায়ক চক্রবর্তী দুই বছরের অধিক সময় পর পর্যটন নগরীতে অাসবেন। পূজনীয় দাদাকে বরন করতে জেলা ও বিভিন্ন শাখা সৎসঙ্গের পক্ষ থেকে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে৷