কামাল শিশির, রামু:

কক্সবাজার রামুর ঈদগড় ৮ নং ওয়ার্ড ছগিরা কাটা এলাকার সৌদি প্রবাসী আব্দুল মাবুদের ২য় পুত্র মাহমুদুল হাসান বাপ্পির রহস্যজনক মৃত্যু হয়েছে।

নিহত বাপ্পি পেশায় রাজমিস্ত্রি, পাশাপাশি চাষাবাদের কাজও করতো।

জানা যায়, গত ৯ ফেব্রুয়ারি সকালে জমিতে পানি দেওয়ার জন্য বাড়ি হতে বের হয়ে ১২টায় বাড়ি ফিরে বাড়িতে মানি ব্যাগ ও মোবাইল রেখে পূনরায় বের হয়।

গত ৫ দিন ধরেও বাড়িতে না ফেরায় লোকজন তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ১৩ ফেব্রুয়ারী বাড়ির পাশে তুলাতুলি ফরেস্ট অফিস সংলগ্ন জঙ্গলে পরিত্যক্ত মৃতদেহ দেখতে পায় লোকজন।

খবর পেয়ে রামু থানা এস আই হাসান এবং জাফরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ পোস্টমর্টেম করার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

এস আই হাসান জানান, পোস্টমর্টেম রিপোর্ট হাতে এলে জানা যাবে মৃত্যু কিভাবে হয়েছে।

তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।