মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সোমবার ১৪ ফেব্রুয়ারী কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৮৪৫ জনের নমুনা টেস্ট করে ১৯৫ জনের দেহে করোনা শনাক্ত করা হয়েছে। অবশিষ্ট ৬৫০ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার ‘পজেটিভ’ রিপোর্ট আসা ১৯৫ জনের মধ্যে ৬ জন আগে আক্রান্ত হওয়া পুরাতন রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী ১৮৯ জন সকলেই কক্সবাজারের নতুন রোগী।
এরমধ্যে, কক্সবাজার সদর উপজেলার রোগী ১৯ জন, উখিয়া উপজেলার রোগী ১৭ জন, টেকনাফ উপজেলার ৩৮ জন, চকরিয়া উপজেলার ২ জন, পেকুয়া উপজেলার রোগী ৩ জন, কুতুবদিয়া উপজেলার রোগী ১ জন, মহেশখালী উপজেলার রোগী ১ জন এবং ১০৮ জন রোহিঙ্গা শরনার্থী রয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন)
অধ্যাপক ডা. আহমেদুল কবীর স্বাক্ষরিত দেওয়া তথ্য মতে, শুরু থেকে ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত কক্সবাজার জেলায় ৩১৭ জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছন। তারমধ্যে, ৩৬ জন রোহিঙ্গা শরনার্থী রয়েছে। বাকী ২৮১ জন কক্সবাজারের স্থানীয় নাগরিক।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।