শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া প্রতিনিধি:
কক্সবাজার নিউজ ডট কমের সংবাদ প্রকাশের পর অবশেষে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফতেহ আলী সিকদার পাড়া এলাকার অবৈধভাবে কুমিরাছড়া খাল দখল করে পুকুরের বাঁধ নির্মাণকারী শাহজাহানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৪টায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
খোন্দকার মাহমুদুল হাসান।
এ বিষয়ে তিনি জানান, সংবাদ পাওয়ার পরপরই আমরা গিয়েছিলাম, অভিযুক্তকে পাওয়া যায় নি তাই কিসের উপর ভিত্তি করে তিনি এ বাঁধ নির্মাণ কাজ চালাচ্ছেন তা পরিষ্কার হওয়া যায়নি। তবে আপাতত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানান।
অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন, সার্ভেয়ার মোঃ ইমাম হাসান, তহসিলদার রিদুয়ান মোস্তফা প্রমুখ।