এম.এ আজিজ রাসেল:
ওয়ালটন রাখাইন ক্রীড়া উৎসবে ফুটবল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ক্যাংপাড়া রাখাইন ফুটবল ক্লাব। রানার্সআপ হয়েছে কক্সবাজার রাখাইন ফুটবল ক্লাব। অপরদিকে ক্রিকেট ইভেন্টে চূড়ান্ত হয়েছে সেমিফাইনালের লাইনআপ। ক্রিকেটে ৯টি দলের মধ্যে প্রথম রাউন্ডে ছিটকে পড়েছে ৬টি দল। বাকি ৩টি দল সেমিফাইনালে যাওয়ার গৌরব অর্জন করেছে। দলগুলো হলো—মহেশখালী বড় রাখাইন পাড়া ক্রিকেট একাদশ, বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্স ও বড় বাজার রাখাইন টাইগার্স।

আগামী বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারী) থেকে সেমিফাইনালের খেলা শুরু হবে। এতে সকাল সাড়ে ৯টায় বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে প্রথম ম্যাচে মুখোমুখি হবে বড় বাজার রাখাইন টাইগার্স বনাম মহেশখালী বড় রাখাইন পাড়া ক্রিকেট একাদশ। শনিবার (১৯ ফেব্রুয়ারী) একই সময় ও ভেন্যুতে মুখোমুখি হবে মহেশখালী বড় রাখাইন পাড়া ক্রিকেট একাদশ বনাম বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্স। সোমবার (২১ ফেব্রুয়ারী) মুখোমুখি হবে বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্স বনাম বড় বাজার রাখাইন টাইগার্স। এখান থেকে ২টি দল ফাইনালে উত্তীর্ণ হবে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ৯টায় বাহারছড়া মুক্তিযোদ্ধা মাঠে প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচে মুখোমুখি হয় বড় বাজার রাখাইন সুপার কিংস বনাম বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্স। এতে বড় বাজার রাখাইন সুপার কিংসকে ৬ উইকেটে হারিয়ে ৩য় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্স। ট্রসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ১৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৩ রানে থমকে যায় বড় বাজার সুপার কিংস এর ইনিংস। দলের পক্ষে এ ক্য সবোর্চ্চ ১৬ রান করে। চ্যালেঞ্জার্সের উলামং ২টি, ছেন হেন ২টি, মংহ্লা ওয়ান ও ওয়ান জ্য ১টি করে উইকেট নেয়। ৫৪ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৩ উইকেট হারিয়ে ৪ ওভারে দলের বন্দরে পৌঁছে যায় বড় বাজার রাখাইন চ্যালেঞ্জার্সের তরী। দলের পক্ষে উসেনমি ১৬ ও মংমো ১১ রান করে। বড় বাজার রাখাইন সুপার কিংসের বাবু ২টি ও মং হ্লা ওয়ান ১টি উইকেট লাভ করে।

ম্যাচ সেরা উলামংকে ক্রেস্ট তুলে দেন রাখাইন ক্রীড়া উৎসবের চেয়ারম্যান সাংবাদিক এম.এ আজিজ রাসেল, রাখাইন ক্রীড়া সংস্থার সভাপতি মং ছেন য়াইন, সহ—সভাপতি জ জ ইয়ুদি, সহ—সভাপতি উথান্ট অং, সাধারণ সম্পাদক জ জ রাখাইন।