বার্তা পরিবেশক :
'দাম কমাও-জান বাঁচাও, দুঃশাসন হটাও, ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো, লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ নিপাত যাক, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করুন' শ্লোগানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কক্সবাজার জেলা শাখার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার পৌরসভার সামনে বুধবার ১৬ ফেব্রুয়ারি বিকেলে অায়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন পার্টির জেলা সভাপতি দিলীপ দাস।
সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দিন অাহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সমীর পাল, অভিজিৎ পাল, একে ফরিদ অাহমদ, পুলিন দে, দীপক বড়ুয়া, বোরহান মাহমুদ, সৌরভ দেব, অানোয়ার হাসান চৌধুরী, জয় বড়ুয়া ও তনয় দাস প্রমুখ।
উল্লেখ্য, সিপিবি চট্টগ্রাম এবং কক্সবাজার নেতৃবৃন্দ অাজ বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি সকালে মালুমঘাটে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে গিয়ে সমবেদনা জানাবেন৷